দেশের আর্থ-সামাজিক উন্নয়নে যাকাত হতে পারে অন্যতম মাধ্যম

Last Updated: 12/03/2025By Tags: ,

২২ ফেব্রুয়ারি ২০২৫, চট্টগ্রাম মহানগরীর দি কপার চিমনি চাইনিজ রেস্টুরেন্টে ছওয়াব ফাউন্ডেশনের উদ্যোগে আর্থ-সামাজিক উন্নয়নে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার আয়োজিত এই সেমিনারে ছওয়াব ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় ও ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব এস. এম. রাশেদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ছওয়াব ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ আফতাবুজ্জামান।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী বায়তুস শরফ আদর্শ কামিল মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এটিএন বাংলার ইসলামিক ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আ.ন.ম রশীদ আহমাদ।

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আ. ক. ম. আবদুল কাদের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মুহাম্মদ এনায়েত উল্যা পাটোয়ারী, প্রফেসর ড. আমীর মোহাম্মদ নাসরুল্লাহ, প্রফেসর ড. শাফী উদ্দিন মাদানী এবং ড. কামাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সাইয়েদ মুহাম্মদ আবু নোমান বলেন, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত না থাকায় যাকাত সংগ্রহ সুষম বণ্টনে ছওয়াব ফাউন্ডেশন বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের বেকারত্ব দারিদ্র্য বিমোচনে ফাউন্ডেশনের কর্মসূচিগুলো প্রশংসনীয়। ব্যক্তিগতভাবে যাকাত প্রদানের চেয়ে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় এটি অধিক কার্যকর।”

 

মূল প্রবন্ধ উপস্থাপনার সময় অধ্যাপক আ.ন.ম রশীদ আহমাদ বলেন, যথাযথ উপায়ে যাকাত প্রদান করে সম্পদ সঞ্চয় করা ইসলামের বিধান। ধনীদের যাকাত লব্ধ সম্পদের ওপর দরিদ্রদের আল্লাহ প্রদত্ত অধিকার রয়েছে, এটি কোনো অনুগ্রহ নয়।”

মুখ্য আলোচক অধ্যাপক ড. আ. ক. ম. আবদুল কাদের বলেন, সরকারিভাবে যথাযথভাবে যাকাত আদায় বণ্টন নিশ্চিত করা সম্ভব না হলেও, ছওয়াব ফাউন্ডেশন স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে এটি সফলভাবে বাস্তবায়ন করছে।”

বিশেষ অতিথির বক্তব্যে ড. এনায়েত উল্যা পাটোয়ারী ছওয়াব ফাউন্ডেশনের উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন ছওয়াব ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজার জনাব রকিবুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সেমিনারে সভাপতিত্ব করেন, ছওয়াব ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব এস এম রাশেদুজ্জামান। তিনি ছওয়াব ফাউন্ডেশন এর যাকাত ব্যবস্থাপনার কার্যক্রম তুলে ধরে ভবিষ্যতে ছওয়াব ফাউন্ডেশনের কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানিয়ে এবং আগত সকল উপস্থিতি ও অতিথিগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

latest video

news via inbox

Nulla turp dis cursus. Integer liberos  euismod pretium faucibua

Leave A Comment