যাকাতের অর্থ সুষম বণ্টনের মাধ্যমেই সমাজে অর্থনৈতিক বৈষম্য দূর করা সম্ভব
ঢাকা, 28 ফেব্রুয়ারি ২০২৫, ঢাকা মহানগরীর ধানমন্ডিস্থ ফোর সিজনস চাইনিজ রেস্টুরেন্টে ছওয়াব ফাউন্ডেশনের উদ্যোগে “অধিকার, মানবিক মর্যাদা ও দরদী সমাজ বিনির্মাণে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ছওয়াব ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব এস. এম. রাশেদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন ছওয়াব ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ আফতাবুজ্জামান।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. সামছুল আলম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এটিএন বাংলার ইসলামিক ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আ. ন. ম. রশীদ আহমাদ।
মূল প্রবন্ধ ও আলোচনা:
প্রোগ্রামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এ. কিউ. এম ছফিউল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ, ইসলামিক ব্যাংকিং ডিভিশন, এনসিসি ব্যাংক পিএলসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর নোমান ফারুক, ড. কাজী মোহাম্মদ ইকবাল হোসাইন এবং ড. নাসিমা হাসান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সামছুল আলম বলেন, “কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অংশীদার হিসেবে ছওয়াব ফাউন্ডেশন যাকাতকে প্রাতিষ্ঠানিকীকরণের মাধ্যমে যথাযথ বণ্টন নিশ্চিত করতে পারে। এটি ধনী-দরিদ্র বৈষম্য দূর করে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের বেকারত্ব ও দারিদ্র্য বিমোচনে ছওয়াব ফাউন্ডেশনের কর্মসূচি প্রশংসনীয়। ব্যক্তিগতভাবে যাকাত প্রদানের চেয়ে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় এটি অধিক কার্যকর। তাই, সমাজের সামর্থ্যবানদের ছওয়াব ফাউন্ডেশনের যাকাত প্রকল্পে এগিয়ে আসার আহ্বান জানাই।”


মূল প্রবন্ধ উপস্থাপনকালে এ. কিউ. এম ছফিউল্লাহ বলেন, “অধিকার, মানবিক মর্যাদা ও দরদী সমাজ বিনির্মাণ করা আল্লাহ প্রদত্ত বিধান, যা যাকাতের মাধ্যমেই সম্ভব। ছওয়াব ফাউন্ডেশন প্রাতিষ্ঠানিকভাবে যাকাত সংগ্রহ ও বণ্টনের যে উদ্যোগ নিয়েছে, তা যাকাত বণ্টনের যথাযথ প্রক্রিয়া। ইসলাম বৈধ পথে সম্পদ উপার্জনকে উৎসাহ প্রদান করেছে এবং ব্যবসা-বাণিজ্য ইত্যাদিকে উৎসাহ দিয়েছে। তাই, ছওয়াব ফাউন্ডেশনের নানামুখী যাকাত প্রকল্পকে শক্তিশালী করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।”
প্রধান আলোচক হিসেবে অধ্যাপক আ. ন. ম. রশীদ আহমাদ যাকাতের গুরুত্ব তুলে ধরে বলেন, “নিসাব পরিমাণ সম্পদের মালিকের জন্য যাকাত প্রদান ফরজ। ধনীদের যাকাত লব্ধ সম্পদের ওপর দরিদ্রদের আল্লাহ প্রদত্ত অধিকার রয়েছে; এটি কোনো অনুগ্রহ নয়। সম্পদ উপার্জন ও সঞ্চয় করা ইসলামে নিষিদ্ধ নয়, যদি যথাযথভাবে এর যাকাত আদায় করা হয়।”
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর নোমান ফারুক ও ড. কাজী মোহাম্মদ ইকবাল হোসাইন ছওয়াব ফাউন্ডেশনের উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং যাকাত প্রকল্পকে এগিয়ে নেওয়ার জন্য উপস্থিত সুধীবৃন্দের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্য:
সেমিনারের সভাপতি ছওয়াব ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব এস. এম. রাশেদুজ্জামান তার বক্তব্যের শুরুতে উপস্থিত অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, “ছওয়াব ফাউন্ডেশন একটি দরদী ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠার পর থেকে এই ভিশন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। যাকাত সংগ্রহ ও এর সুষ্ঠু বিতরণ ছওয়াব ফাউন্ডেশনের অন্যতম অগ্রণী প্রকল্প। আমাদের মানবিক কর্মসূচির সফল বাস্তবায়নে সকল শুভাকাঙ্ক্ষীর অংশগ্রহণ প্রয়োজন।”


সেমিনারে আরও উপস্থিত ছিলেন—
- ছওয়াব ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার জনাব আবুল হাসান
- ফান্ডরেইজিং ও কমিউনিকেশন ম্যানেজার শেখ মহিদ মোস্তফা
- ডেপুটি ম্যানেজার (মনিটরিং) এস. এম. ইমদাদুল ইসলাম
- ডেপুটি ম্যানেজার জনাব রকিবুল ইসলাম
- ডেপুটি ম্যানেজার জনাব সিরাজুল ইসলাম
- সিনিয়র অফিসার আরিফ ফয়সাল বাপ্পি
- অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ
latest video
news via inbox
Nulla turp dis cursus. Integer liberos euismod pretium faucibua